বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা | বিশিষ্ট কবি সাহিত্যিক দের উপাধি ও প্রকৃত নাম | List of Names and Pseudonyms of Famous Poets and Writers |

Student Study
0

 বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক, কবি ও তাদের ছদ্মনাম টপিক থেকে আসা -(১)ভানুসিংহ কার ছদ্মনাম?(২)কালকূট ও ভ্রমর নামে খ্যাত কোন সাহিত্যিক? (৩)হুতুম পেঁচা কার ছদ্মনাম? একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। কোন সাহিত্যিক কোন নামে খ্যাত বা বাংলা সাহিত্যের বিভিন্ন কবি দের ছদ্মনাম কি ইত্যাদি একাধিক প্রশ্নের সমাধান এই টপিকটিতে রইল আশা  রাখি পরীক্ষা প্রস্তুতিতে তথা ছাত্র-ছাত্রীদের সাফল্য অর্জনে টপিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 👇

💥পরীক্ষা প্রস্তুতির ব্রহ্মাস্ত্র💥


🟥 বাংলা সাহিত্যের  সাহিত্যিক ও তাদের ছদ্ম নাম🟥

🟡 রবীন্দ্রনাথ ঠাকুর 

ভানুসিংহ, দিকশুন্য ভট্টাচার্য, পাকড়াশী, আন্নাকালী, অপ্রকটচন্দ্র ভাস্কর।


🟡 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ➖ কমলাকান্ত, দর্পনারায়ণ, পুততুন্ড।


🟡 সমরেশ বসু➖ কালকূট /ভ্রমর।


🟡 কালীপ্রসন্ন সিংহ ➖ হুতুম পেঁচা।


🟡 সুনীল গঙ্গোপাধ্যায়➖ সনাতন পাঠক /নীল উপাধ্যায় /নীললোহিত।


🟡 প্রফুল্ল লাহিড়ী➖ কাফি খাঁ।


🟡 বিমল ঘোষ➖ মৌমাছি।


🟡 নীহাররঞ্জন গুপ্ত➖ বানভট্ট।


🟡 প্রমথ চৌধুরী➖ বীরবল।


🟡 ললিত মুখোপাধ্যায়   ➖ বিজ্ঞান ভিক্ষু।


🟡 ভবানী মজুমদার➖ অভয়ংকর।


🟡 মোহিতলাল মজুমদার➖ সত্য সুন্দর দাস।


🟡 বলাই চাঁদ মুখোপাধ্যায়➖ বনফুল।


🟡 বিনয় ঘোষ ➖ কাল পেঁচা।


🟡 মধুসূদন দত্ত➖ ইমোটি পেন পোয়েম।


🟡 সুকুমার রায় ➖  সেম রাই।


🟡 নারায়ণ গঙ্গোপাধ্যায় ➖  সুনন্দ।


🟡 মহাশ্বেতা দেবী ➖ সুমিত্রা দেবী।


🟡 মনিশংকর মুখোপাধ্যায় ➖ শংকর।


🟡 সজনীকান্ত দাস ➖ আবোল তাবোল সেন।


🟡 দিপ্তেন্দ্র সান্যাল ➖ নীলকন্ঠ।


🟡 সত্যেন্দ্রনাথ দত্ত  ➖ নবকুমার কবীরত্ন।


🟡 অশোক গুপ্ত ➖ বিক্রমাদিত্য।


🟡 প্যারীচাঁদ মিত্র ➖ টেকচাঁদ ঠাকুর।


🟡 বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ➖ বিরুপাক্ষ।


🟡 বিনয় মুখোপাধ্যায় ➖ যাযাবর।


🟡 নিখিল সরকার ➖ শ্রীপান্থ।


🟡 প্রাণতোষ ঘটক ➖ উদয় ভানু।


🟡 অচিন্ত্যকুমার সেনগুপ্ত ➖ নীহারিকা দেবী।


🟡 নারায়ণ সান্যাল ➖ বিকর্ণ।


🟡 বিদ্যাসাগর ➖ কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য।


🟡 ভবানী সেন গুপ্ত ➖ চাণক্য সেন।


🟡 শঙ্খ ঘোষ ➖ কুম্ভক।


🟡 কাজী নজরুল ইসলাম ➖ ব্যাঙাচি।


🟡 মনিশ ঘটক ➖ যুবনাশ্ব।


🟡 প্রেমেন্দ্র মিত্র ➖ কৃত্তিবাস ভদ্র।


🟡 অমিতাভ চৌধুরী ➖ নিরপেক্ষ।


🟡 দেবেশ রায় ➖ বেদুইন ।


🟡 শক্তি চট্টোপাধ্যায় ➖ রূপচাঁদ পক্ষী।


🟡 শীর্ষেন্দু মুখোপাধ্যায় ➖ চন্দ্রহাস/গৌড় মল্লার।


🟡 সতীনাথ ভাদুড়ী ➖ চিত্রগুপ্ত।


🟡 সুভাষ মুখোপাধ্যায় ➖ পদাতিক।


🟡 বি আর আম্বেদকর ➖ চিত্র ভানু।


🟡 অবনীন্দ্রনাথ ঠাকুর ➖ রোশন আলী।


🟡 রামপদ চৌধুরী ➖ পত্রনবিশ।


🟡 গিরিশ ঘোষ ➖ সেবক।


🟡 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ➖ হাবু শর্মা।


🟡 রাজশেখর বসু  ➖ পরশুরাম।


🟡 ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ➖ ষড়ানন।


🟡 রাম বসু ➖ কনিষ্ক।


🟡 মধুসূদন মজুমদার ➖ দৃষ্টিহীন।


🟡 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ➖ দাদা ঠাকুর।


🟡 বিশ্বনাথ চক্রবর্তী➖ হরিবল্লভ দাস।


🟡 গৌরীকিশোর ঘোষ ➖ রুপদর্শী।


🟡 চারুচন্দ্র চক্রবর্তী ➖ জরাসন্ধ।


🟡 শক্তিপদ রারাজগুরু ➖  পঞ্চমুখ।


🟡 তারাপদ রায় ➖ গ্রন্থ কিট।


🟡 পরেশ ভট্টাচার্য ➖ পারাবত।


🟡 স্বামী বিবেকানন্দ ➖ সচ্চিদানন্দ/বিবিদিষানন্দ।


🟡 সুজিত নাগ ➖ দিলদার।


🟡 ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ➖ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।


🟡 বৈদ্যনাথ ভট্টাচার্য ➖ বাণী কুমার।


🟡 প্রসাদ রায় ➖ ময়ূখ চৌধুরী।


🟡 প্রভাতকিরণ বসু ➖ কাকাবাবু।


🟡 পূর্ণেন্দু মিত্র ➖ সমুদ্র গুপ্ত।


🟡 নিহার ঘোষাল ➖ দীপক চৌধুরী।


🟡 চিত্ত বিশ্বাস ➖ চিরঞ্জীব।


🟡 পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়  ➖ পাঁচু ঠাকুর।


🟡 ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়  ➖ পঞ্চানন।



🟥বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিক ও কবি এবং                   তাদের জনপ্রিয় অন্য নাম🟥


🟡 সুকান্ত ভট্টাচার্য➖ কিশোর কবি।


🟡 বিদ্যাপতি ➖ অভিনব জয়দেব,  মৈথিলী কোকিল।


🟡 মালাধর বসু ➖ গুনরাজ খান।


🟡 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➖ কথাশিল্পী।


🟡 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়➖ সাহিত্য সম্রাট।


🟡 বিহারীলাল চক্রবর্তী➖ ভোরের পাখি।


🟡 সত্যেন্দ্রনাথ দত্ত➖ ছন্দের জাদুকর।


🟡 গোবিন্দ দাস➖ স্বভাব কবি।


🟡 জসীমউদ্দীন➖ পল্লীকবি।


🟡 কালিদাস রায়➖ কবি শেখর।


🟡 মুকুন্দ দাস➖ চারণ কবি।


🟡 কালিদাস➖ মহাকবি (সংস্কৃত)।


🟡 বাল্মিকী➖ আদি কবি।


🟡 সুভাষ মুখোপাধ্যায়➖ পদাতিক কবি।


🟡 রজনীকান্ত সেন➖ কান্ত কবি।


🟡 কাজী নজরুল ইসলাম➖ বিদ্রোহী কবি।

 

🟡 দীনেশ দাস➖ কাস্তে থেক।


🟡 জীবনানন্দ দাশ➖ রূপসী বাংলার কবি।


🟡 মাইকেল মধুসূদন দত্ত➖ মধু কবি।


🟡 ঈশ্বরচন্দ্র গুপ্ত➖ গুপ্ত কবি।


🟡 কৃত্তিবাস ওঝা➖ জাতীয় কবি।


🟡 রবীন্দ্রনাথ ঠাকুর➖ কবিগুরু /বিশ্ব কবি।


🟡 মুকুন্দরাম চক্রবর্তী➖ কবিকঙ্কন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)