ভারতের বিভিন্ন প্রদেশে প্রচলিত নৃত্যকলা(CLASSICAL DANCE OF INDIA) টপিকটি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে আলোচনা করা হলো। এই অধ্যায়টি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় একাধিক প্রশ্ন আসে যেমন-(১) ভারতনাট্যম কোন রাজ্যে নৃত্যকলা? (২)কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যকলা? (৩) বাউল,ছৌ,কীর্তন নৃত্যকলা গুলি কোন রাজ্যের? ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ভারতের প্রত্যেকটি রাজ্যের প্রচলিত নৃত্যকলার সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল।
CLASSICAL DANCE OF INDIAN
🟥ভারতের ধ্রুপদী নৃত্য :
উত্তর ভারত (উত্তর প্রদেশ)---কত্থক নৃত্য
তামিলনাড়ু (Tamil Nadu)----ভারতনাট্যম
মনিপুর(Manipur)-----মনিপুরী নৃত্য
উত্তর প্রদেশ(Uttar Pradesh)----কত্থক
উড়িষ্যা(Odisha)----ওডিসি নৃত্য
কেরালা(Kerala)---কথাকলি
অন্ধপ্রদেশ(Andhra Pradesh)----কুচিপুড়ি
আসাম(Assam)---সএীয়া
🟥 ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য🟥
🟡 পশ্চিমবঙ্গ :(West Bengal)
বাউল(Baul),ছৌ, কীর্তন, Dhali(শালী),যাএা(Jatra),লামা,কাঠি(kathi/lathi dance),আলকা
🟡 তামিলনাড়ু: (Tamil Nadu)
ভারতনাট্যম(Bharatanatyam), কাভারিআট্রম(kavriyattam), কারাগামা(karagama), কামান্ডি(kamandi)
🟡 কেরালা: (Kerala)
কথাকলি(Kathakali),মোহিনীঅট্রম(mohiniattam), কাইকোট্রিকালি,ওট্রাম থুলাল(Ottam thulal), সারি
🟡 রাজস্থান: (Rajasthan)
ঘুমর(ghumar), খেয়াল, গাঙ্গোর, শুসীনি(suisini), কালবেলিয়া(kalbeliya),তেরাতলি, ঝুলন লীলা(jhulan Leela)
🟡 উত্তরাখণ্ড: (Uttrakhand)
গাড়োয়ালি, কুমায়ুনী, ঝরা, কাজারী, রাসলীলা, রাম নাম, ছাপেলী/চাপেলী
🟡 নাগাল্যান্ড :(Nagaland)
Rangma (রাংমা), Bamboo dance (ব্যাম্বু নৃত্য), zeliang(জেলিয়াং),Gethinglim(গেথিনজালিম)
🟡 গুজরাট (Gujarat)
Garba (গরবা), tippani (টিপ্পানী),Ras(রাস), Dandiya Ras ডান্ডিয়া রাস।
🟡 জম্বু ও কাশ্মীর (Jammu and Kashmir)
Dumhall(দুমহল), Rauf(রাউফ), dhumai(ধুমাই), Hikat(হিকট)।
🟡 Mizoram (মিজোরাম)
Par lam(পারলাম্), chilam (চৈলাম),Cheraw dance (চেরাব নৃত্য), khullam (খুললাম্)।
🟡 উড়িষ্যা(Odisha)
Ghumar (ঘুমার), Chitra ghora(চৈত্র ঘোড়া), Bharat Leela (ভারত লীলা), odissi (ওডিসি), Savari(সবরি), painka(পেনকা), munari (মুনারি)।
🟡 অন্ধপ্রদেশ (Andhra Pradesh)
Ghanta mardala (ঘন্টা মারদালা), Kuchipudi (কুচিপুড়ি),popir(পোপির), barado chham(বারদো ছাম)
🟡 গোয়া (Goa)
Mando (মান্ডো), Shigmo( সিগমো), jagar(জাগর),Gonph(গোঁফ)।
🟡 পাঞ্জাব(Punjab)
Bhangra (ভাংড়া পুরুষ), giddha (গিদ্ধা মহিলা), Swami(সমি), Dhaman (ধামান)।
🟡 হরিয়ানা ( Haryana)
ঝুমর(jhumar), লুর(Loor), খোরিয়া(Khorea), ফাগ(Fag),Gugga(গুগ্গা)।
🟡 বিহার (Bihar)
Jatra (যাত্রা), Jata (যাতা ), Bagho(বাঘো), Natna(নাটনা),choo(ছৌ), kath putli(কাঠপুতুলী), Karma (কর্মা)।
🟡 মহারাষ্ট্র(Maharashtra)
Katha kirtan (কথা কীর্তন), Lavani (লাভানি), Tamasha (তামাশা), dahiKala (দহিকলা), dasavatar (দশাবতার ) ,pavri dance (পাভরি ডান্স)।
🟡 হিমাচল প্রদেশ(Himachal Pradesh)
Dangli (ডলিং),Nati(নাকী),Dangi(ডাঙ্গী),Jhora(ঝোরা),Chhapelo(ছাপেলী),Chharhi(ছরহী),Mahasu(মহাসু)।
🟡Jharkhand (ঝাড়খন্ড)
Alkap (অলকপ), Jhitka (ঝিটকা),Danga(ডাঙ্গা), Karma Munda (কর্ম মুন্ডা),Janani Jhumar(জননী ঝুমর), Ghora Naach(ঘোড়া নাচ)।
🟡উত্তর প্রদেশ(Uttar Pradesh)
Jaita(যাইতা),kajri(কজরী),Nautanki(নটাঙ্কী),Thora(থোরা), Raslila(রাসলীলা)।
🟡Madhya Pradesh (মধ্যপ্রদেশ)
Matki(মটকী),Jawara(জাওয়ারা), Maanch(মঞ্চ নৃত্য),Phulpati(ফুলপাটি),Selabhadoni(সেলভাদোন)।
🟡Chattisgarh (ছত্রিশগড়)
Panthi(পন্থী),Chandaini(চন্দেনী),Raut Nacha(রাউত নাচা),Vedamati(ভেদামতী),Kapalik(কাপালিক) ।
🟡Assam (আসাম)
Bihu(বিহু),Kaligopal(কালিগোপাল),Naga Dance(নাগা নৃত্য),Bagurumba(বাগুরম্বা), Bichhua(বিছুয়া) ।
🟡Manipur (মণিপুর)
Raslila(রাসলীলা),Thang Ta(ঠ্যাং তা), Dol chalam(ঢোল চলাম), Pung cholom(পুং চোলোম),Lhou Sha(লৌ- সা)।
🟡Meghalaya (মেঘালয়)
Laho(লাহ নৃত্য),Nongkrem(ণংক্রেম) ।
🟡Karnataka (কর্নাটক)
Kunitha(কুনিথা), Suggi(সুগ্গি),Lambi(লম্বি নৃত্য), Karga(কার্গো)।
🟡Arunachal Pradesh (অরুণচল প্রদেশ)
Chalo(চাল নৃত্য),Wancho(বাঞ্চ নৃত্য),Popir(পোপির)
🟡Tripura (ত্রিপুরা)
Hojagiri(হোজাগিরি/হজগিরি)।
🟡Sikkim (সিকিম)
Sikmari(সিকমারী),Yak chaam(ইয়াক চাম নৃত্য),Khukuri Naach(খুকুরি নাচ), Maruni Dance(মারুনী নৃত্য)।
🟡Lakshadweep (লাক্ষাদ্বীপ)
Lava(লাভা ডান্স),Parichakali(পরিচাকালি নাচ), Kolkali(কোলকালি)।
