Class 8 Bengali story palliSamaj | পল্লীসমাজ গল্পের প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণি | WBBSE পল্লীসমাজ গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |

Student Study
0

CLASS 8 সকল ছাত্র-ছাত্রীদের জন্য  নিম্নের আর্টিকেলটিতে আমরা অষ্টম শ্রেণীর পাঠ্য গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লীসমাজ গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে নিম্নে আলোচনা করব। নিম্নের প্রশ্নগুলি পাঠারতা ছাত্র-ছাত্রীদের বোধগম্য সরল ভাষায় তুলে ধরা হলো আশা করি সকল পাঠরত ছাত্রছাত্রীদের পাঠদানে সহযোগিতা করবে ।


 অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য গল্প 

গল্পের নাম- পল্লীসমাজ 

লেখক- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


(নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও)

প্রশ্ন: পল্লীসমাজ গল্পটি কার লেখা?

উত্তর:-পল্লীসমাজ গল্পের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কয়েকটি উপন্যাসের নাম বল?

উত্তর:-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হলো শ্রীকান্ত,গৃহদাহ,দেবদাস, পল্লীসমাজ,বড়দিদি প্রভৃতি।


প্রশ্ন: রমেশ কার কাছে বসে জমিদারি হিসাবপত্র দেখছিল?

উত্তর:-রমেশ গোপাল সরকারের কাছে বসে জমিদারের হিসাবপত্র দেখছিল।


প্রশ্ন: পল্লীসমাজ গল্পে গ্রামের একমাত্র ভরসা কি ছিল?

উত্তর:-পল্লীসমাজ গল্পে গ্রামের একমাত্র ভরসা ছিল ১০০ বিঘার মাঠ।


প্রশ্ন আকবরকে  বাঁধ পাহারা দেওয়ার জন্য কে পাঠিয়েছিল:?

উত্তর:-আকবরকে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল রমা।


প্রশ্ন: মাঠের ধান নষ্ট হতে বসেছে দেখে রমেশ কাদের কাছে অনুরোধ জানিয়েছিল?

উত্তর:-রমেশ অনুরোধ জানিয়েছিল প্রথমে বাণী ঘোষাল ও পরে রমার কাছে।


প্রশ্ন: "পাঁচ গ্রামের সর্দার লাঠিয়াল" -এখানে সর্দার লাঠিয়ালের নাম কি?

উত্তর:-এখানে সর্দার লাঠিয়ালের নাম হল আকবর।


প্রশ্ন: একশো বিঘার মাঠ জলে ডুবে যাওয়ার কারণ কি ছিল?

উত্তর:- একশো বিঘার মাঠ জলে ডুবে গিয়েছিল তার কারণ ছিল দুই দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি।


প্রশ্ন: গল্প অবলম্বনে রমেশের বাল্যসখীর নাম কি ছিল?

উত্তর:-রমেশের বাল্যসখীর নাম ছিল রমা।


প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম ?

উত্তর:-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প হল লালু এবং মহেশ।


প্রশ্ন: বেনী ঘোষাল সম্পর্কে রমেশের কে হন?

উত্তর:-বেনী ঘোষাল হলেন রমেশের জ্ঞাতি দাদা।


প্রশ্ন: গল্পের "খুড়ো" বলতে কার কথা বলা হয়েছে?

উত্তর:-গল্পে খুড়ো বলতে হালদার মশায়ের কথা বলা হয়েছে।


প্রশ্ন: হলদার মশাই কি ধরনের মানুষ ছিলেন?

উত্তর:-রমেশের কোথায় হালদার মশাই ছিলেন তোষামোদকারী মানুষ যিনি সব সময় বেনী ঘোষালের কথায় সহমত পোষণ করতেন।


প্রশ্ন: "উঠরে গহর"- গহর পরিচয় দাও?

উত্তর:-গহর হল পাঁচ গ্রামের সর্দার লাঠিয়াল আকবরের ছেলে।


প্রশ্ন: "ভগবান তাকে বাঁচিয়ে রাখুন"-এখানে কাকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে?

উত্তর:-এখানে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে রমেশকে।


প্রশ্ন: প্রায় ছয় মাস পরে রমেশের সাথে কার দেখা হয়েছিল?

উত্তর:-প্রায় ছয় মাস পরে রমেশের সাথে দেখা হয়েছিল রমার।


প্রশ্ন: পল্লীসমাজ গল্পে জমিদারের নাম কি ছিল?

উত্তর:-পল্লী সমাজ গল্পের জমিদারের নাম ছিল বেনী ঘোষাল।


প্রশ্ন: পল্লী সমাজ গল্পে রমান ভাইয়ের নাম কি ছিল?

উত্তর:-পল্লীসমাজ গল্পে রমার ভাইয়ের নাম ছিল যতীন।


প্রশ্ন: ভয়ানক লাঠির লড়াই বাঁধলো, কাদের মধ্যে লাঠির লড়াই বেঁধেছিল?

উত্তর:-লাঠির লড়াই  বেঁধেছিল রমেশ এর সাথে আকবর ও তার ছেলেদের।


প্রশ্ন: তিনি সবসময় বেনী ঘোষালের কথায় সহমত পোষণ করতেন-এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে?

উত্তর:-এখানে তিনি বলতে হালদার মশাইয়ের কথা বলা হয়েছে যিনি সব সময় বেনী ঘোষালের কথায় সহমত পোষণ করতেন।


প্রশ্ন: "আমরাই বা কেন এত লোকসান করতে যাব"এ কথা কে বলেছিল?

উত্তর:-একথা বলেছিল জমিদার বেনী ঘোষাল।


প্রশ্ন: রমা ও বেনী বাবুর পীরপুরের প্রজা-প্রজার নাম কি?

উত্তর:- পীরপুরের প্রজা হল আকবর যিনি পাঁচটি গ্রামের লাঠিয়াল সরদার।


প্রশ্ন: বাঁধ কাটাতে দিতে বাণীবাবু রাজী হননি কেন?

উত্তর:-কারণ বান্দ কাটলে তার প্রায় 200 টাকার মাছ ভেসে যাবে বলে বাণীবাবু রাজি হননি।।


প্রশ্ন: রমেশ যাতে বাঁধ কাটতে না পারে, তার জন্য রমা কি করেছিল?

উত্তর:-রমেশ যাতে বাঁধ কাটতে না পারে তার জন্য রমা আকবরকে বান্দ পাহারা দেওয়ার কাজে লাগিয়েছিল।


প্রশ্ন: রমেশ এর কাছে কতজন চাষী আবেদন জানাতে এসেছিল?

উত্তর:-রমেশ এর কাছে কুড়ি জনচসি কানতে কানতে এসে তাদের আবেদন জানিয়েছিল।


প্রশ্ন: অসহায় চাষীদের নিয়ে রমেন কার কাছে গিয়েছিল?

উত্তর:-অসহায় চাষীদের নিয়ে রমেন গিয়েছিল বেনি বাবুর কাছে।


প্রশ্ন: রমেশের নামে ছোট বাবুর কাছে থানায় নালিশ জানাতে গিয়েছিল কে?

উত্তর:-রমেশের নামে ছোট বাবুর কাছে নালিশ জানাতে গিয়েছিল আকবর বেনীবাবুর কথায়।


প্রশ্ন: চাষীদের রক্ষার জন্য বেনীবাবুর  কাছে রমেশ কিসের অনুরোধ জানায়?

উত্তর:-বেনীবাবুর কাছে রমেশ অনুরোধ জানাই বাঁধ কেটে দেওয়ার জন্য।


প্রশ্ন: পল্লীসমাজ গল্পে আকবর কার লাঠির আঘাতে আহত হয়েছিল?

উত্তর:-পল্লীসমাজ গল্পে আকবর রমেশের লাঠি রাখাতে আহত হয়েছিল।


প্রশ্ন:"নইলে আর ব্যাটাদের ছোটলোক বলেছে কেন"- উক্তিটির বক্তা কে?

উত্তর:-উপরিউক্ত উক্তিটির বক্তা হলেন গ্রামের জমিদার বেনী ঘোষাল।


প্রশ্ন: পল্লীসমাজ গল্পের কয়েকটি চরিত্রের নাম বল?

উত্তর:-কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লীসমাজ গল্পের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলো রমেশ, বেনী ঘোষাল ও রমা।


প্রশ্ন: 'রমেশ জমিদারি হিসাবপত্র দেখছিল' রমেশ কোথায় বসে এবং কার কাছে বসে জমিদারির হিসাব পত্র দেখছিল?

উত্তর:-রমেশ চন্ডী মন্ডপে বসে গোপাল সরকারের কাছে জমিদারির হিসাব পত্র দেখছিল।


প্রশ্ন:"তুমি অত্যন্ত হীন এবং নিচ"-উক্তিটির বক্তা কে, কাকে এই কথা বলা হয়েছে?

উত্তর:-উক্তিটির বক্তা হলেন রমেশ, রমেশ এই কথা রমার উদ্দেশ্যে বলেছিল।


প্রশ্ন: চাষির দল রমেশ এর কাছে গিয়ে কি অনুরোধ জানিয়েছিল?

উত্তর:-একশো বিঘার মাঠ ডুবে গেছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে কাবের চাষিরা কেউ খেতে পাবে না।


প্রশ্ন: "বোধ করি এই কথায় হইতেছিল"-এখানে কোন কথার কথা বলা হয়েছে?

উত্তর:-দুইদিন অবিশ্রান্ত বৃষ্টি ফলে যে একশো বিঘার মাঠ ডুবে গিয়েছিল সেই কথা বলা হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)