CLASS 7 Bengali Question and Answer | সপ্তম শ্রেণীর মাকু গল্পের প্রশ্ন উত্তর | Maku bengali SAQ questions |

Student Study
0


এখানে সপ্তম শ্রেণীর পাঠ্যাংশে বর্ণিত লীলা মজুমদারের লেখা "মাকু"গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিম্নে আলোচনা করা হলো যা সপ্তম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ্যদানে সহযোগীতা করবে করবে।


[ সপ্তম শ্রেণীর বাংলা গল্প :- মাকু ] 

{লেখিকা:-লীলা মজুমদার}


{মাকু গল্পের SAQ প্রশ্ন  উত্তর নিন্মে আলোচনা করা হল}




🟡প্রশ্ন: মাকু গল্পের লেখিকা কে ?

উত্তর:- মাকু গল্পের লেখিকা হলেন লীলা মজুমদার।


🟡প্রশ্ন: মাকু গল্পে যে দুই বোনের কথা বলা হয়েছে তাদের নাম কি?

উত্তর:- মাকু গল্পে  দুই বোনের মধ্য এক বোনের নাম সোনা এবং এক বোনের নাম টিয়া।


🟡প্রশ্ন: "কালিয়ার বনকে তারা ভয় পায় না"- এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে ?

উত্তর:- এখানে তারা বলতে সোনা ও টিয়া দুই বোনের কথা বলা হয়েছে।


🟡প্রশ্ন: আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে কোথায় গিয়েছিল ?

উত্তর:- আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে গিয়েছিল কালিয়ার বনে।


🟡প্রশ্ন: মাকু কে ?

উত্তর:-ঘড়িওয়ালার ঘড়ির যন্ত্র দিয়ে সতেরো বছর ধরে বানানো একটি আশ্চর্য রোবটের নাম হলো মাকু।


🟡প্রশ্ন: বাড়িতে নতুন পুতুল কার জন্য আনা হচ্ছিল ?

উত্তর:- সোনার পিসির ছেলের জন্য বাড়িতে নতুন পুতুল আসছে।


🟡প্রশ্ন: সোনাও টিয়ার আম্মাকে তাদের  বাপি কি বলে ডাকতেন ?

উত্তর:- সোনা ও টিয়ার বাপি তাদের আম্মাকে "আইমা" বলে ডাকতেন।।


🟡প্রশ্ন: মাকু গল্পে সার্কাসের জাদুঘর কি খেলা দেখিয়েছিল ?

উত্তর:-সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যা দেখিয়েছিল।


🟡প্রশ্ন: মাকু গল্পে কোন জায়গা থেকে কেউ আস্ত ফেরে না ?

উত্তর:-গল্প অনুসারে কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না।


🟡প্রশ্ন: সোনা ও টিয়াদের বাড়িতে কারা আসাবে ?

উত্তর:- সোনা ও টিয়াদের বাড়িতে তাদের পিসি ,পিসে মশাই ও পিসির ছেলের আসার কথা ছিল।


🟡প্রশ্ন: বেহারি কে ?

উত্তর:-সোনা ও টিয়ার বাড়ির চাকরের নাম হল বেহারি।


🟡প্রশ্ন:সোনা ও টিয়ার বয়স কত ?

উত্তর:-সোনার বয়স হল ছয় বছর ও কি আর বয়স হল পাঁচ বছর।


🟡প্রশ্ন: "মাকু সব পারে কিন্তু................ পারে না"এখানে মাকু কি করতে পারেনা ?

উত্তর:-মাকু সব করতে পারে কিন্তু মাকু কাঁদতে ও হাসতে পারে না।


🟡প্রশ্ন: গল্প অবলম্বনে পাড়া শুদ্ধ লোকের মতে কাকে চুলবুলিতে  ধরেছিল ?

উত্তর:-চুলবুলিতে ধরেছিল সোনা ও টিয়ার পিসেমশাই কে।


🟡প্রশ্ন: পেয়াদা কাদের ধরতে এসেছিল ?

উত্তর:- পেয়াদা ধরতে এসেছিল মাকু, সার্কাসের মালিক ও ঘড়িওয়ালাকে।


🟡প্রশ্ন: হোটেলওয়ালা তার দাড়ি ও গোঁফ দিয়ে কি রান্না করে ?

উত্তর:-হোটেলওয়ালা তার দাড়ি ও গোঁফ  দিয়ে রান্না করে সুরুয়া।


🟡প্রশ্ন: টিয়া কার জন্য চাবি বানিয়েছিল ?

 উত্তর:- টিয়া মাকুর জন্য চাবি বানিয়েছিল।


🟡প্রশ্ন: মাকু গল্পে সার্কাসের মালিক আসলে কে ?

উত্তর:- মাকু গল্পে সার্কাসের মালিক হলেন নোটো অধিকারী তিনিই হলেন হোটেলওয়ালা। মাঠের ভাড়া তাবু গ্যাসের বাতির দাম ও অনেক লোকের কাছ থেকে টাকা ধার করে সে ফেরার হয়ে হোটেলওয়ালা ছদ্মবেশ ধরে লুকিয়ে ছিল।


🟡প্রশ্ন: মাকু গল্পে পোস্টমাস্টারের নাম কি ছিল ?

উত্তর:-মাকু গল্পের পোস্টমাস্টারের নাম ছিল ফেলারাম।


🟡প্রশ্ন: মাকু গল্পে পুলিশের বড় সাহেবের পদে কে চাকরি করতেন ?

উত্তর:-পুলিশের বড় সাহেবের পদে চাকরি করতেন পিসেমশাই।


🟡প্রশ্ন: সোনাও টিয়া কাকে পেয়াদা ভেবে দৌড়ে পালিয়ে গিয়েছিল ?

উত্তর:-সোনা ও টিয়া, গ্রামের পোস্টমাস্টার ফেলারামকে দেখে পেয়াদা ভেবে দৌড়ে পালিয়ে গিয়েছিল।।


🟡প্রশ্ন: মাকু গল্পে কালিয়ার বন কোথায় অবস্থিত ?

উত্তর:-মাকু গল্পে কালিয়ার বন সোনাদের গ্রামের শেষ প্রান্তে অবস্থিত।


🟡প্রশ্ন: মাকু গল্পে সার্কাসের জোকারের নাম কি ছিল ?

উত্তর:-মাকু গল্পে সার্কাসের জোকারের নাম ছিল সং।


🟡প্রশ্ন: মাকুকে দম দিয়ে আবার চালু করেছিল কে ?

উত্তর:-মাকুকে দম দিয়ে আবার চালু করেছিল টিয়া।


🟡প্রশ্ন: মাকু গল্পে মাকু আসলে কে, তার পরিচয় কি ?

উত্তর:-মাকু গল্পে মাকু আসলে সোনাও টিয়ার পিসেমশাই।


🟡প্রশ্ন: মাকু গল্পে পরীদের রানীর ভূমিকায় কে ছিল ?

উত্তর:-মাকু গল্পে পরীদের রানী সাজতো দড়াবাজির দলের সবথেকে ছোট ছোকরা।


🟡প্রশ্ন: মাকু গল্পে পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছিল কে ?

উত্তর:-মাকু গল্পের সং ৫০০০ টাকা পুরস্কার পেয়েছিল।


🟡প্রশ্ন: ঘড়িওয়ালা ও নোটো অধিকারী কে ধরতে কে জঙ্গলে গিয়েছিল ?

উত্তর:-সোনার পিসেমশাই তাদের ধরতে জঙ্গলে গিয়েছিল।


🟡প্রশ্ন: মাকু গল্প গোলাপি মোড়কের ভেতর কি ছিল?

উত্তর:-গোলাপি মোড়কের ভিতর ছিল সোনার মায়ের সিন্দুর পরার রুপোর কাঠি।


🟡প্রশ্ন: মাকু গল্প অবলম্বনে বুদ্ধি করে আলো নিভিয়ে দিয়েছিল কে ?

উত্তর:-মাকু গল্পে বুদ্ধি করে আলো নিভিয়ে দিয়েছিল জাদুকর।


🟡প্রশ্ন: মাকু কোথায় আটকে পড়েছিল ?

উত্তর:-মাকু আটকে পড়েছিল খরগোশ ধরার ফাঁদে।


🟡প্রশ্ন: মাকুর গল্প অবলম্বনে সার্কাসের শেষে কি পরিণতি হয়েছিল ?

উত্তর:-সার্কাসের শেষ পরিণতি ছিল মাকুর সাথে পরীদের রানীর বিয়ে।


🟡প্রশ্ন: ঘড়িওয়ালার দেয়া মাকুর চাবির মেয়াদ ছিল কত দিন ?

উত্তর:-মাকুর চাবির মেয়াদ ছিল এক বছরের জন্য।


🟡প্রশ্ন: মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে ?

উত্তর:-মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু স্থির অর্থাৎ অচল হয়ে পড়বে।


🟡প্রশ্ন: কার পায়ে গুপো থাকার জন্য ভালো করে উঠতে বসতে পারত না ?

উত্তর:-আম্মার পায়ে গুপে থাকার জন্য  উঠতে বসতে কষ্ট হতো।


🟡প্রশ্ন: পাড়া শুদ্ধ লোক পিসেমশাই এর উদ্দেশ্যে কি বলেছিল ?

উত্তর:-পাড়া শুদ্ধ লোক পিসেমশাই এর উদ্দেশ্যে বলেছিল তাকে নাকি চুলবুলিতে ধরেছে।


🟡প্রশ্ন: মাকু গল্পে মাকুর চেহারার বর্ণনা দাও ?

উত্তর:-মাকু গল্পে মাকুর মাথায় ছিল সুন্দর লালচে চুল মাকুর চোখ ছিল ছায় রঙের চকচকে এবং নাকের উপর ছিল একটি বড় তিল।


🟡প্রশ্ন: মাকু ধাতু খুঁজে বের করে কিসের সাহায্য ?

উত্তর:-মাকু তার হাতের ও পায়ের নখের তলায় লাগানো রাডার যন্ত্রের সাহায্য ধাতু খুঁজে বের করত।


🟡প্রশ্ন: রাতের বেলায় সোনা ও টিয়া কোথায় ঘুমিয়ে ছিল ?

উত্তর:-সোনা ও টিয়া ঘুমিয়েছিল গাছের কোঠোরে।


🟡প্রশ্ন: পরীদের রানীর পোশাকের রং কি ছিল ?

উত্তর:-পরীদের রানীর পোশাকের রং ছিল গোলাপি।


🟡প্রশ্ন: পুতুলদের জন্য সোনা ও টিয়ার কি কি রান্না করেছিল ?

উত্তর:-সোনা ও টিয়া পুতুলদের জন্য রান্না করেছিল গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ ও কাদা দিয়ে ভাত।


🟡প্রশ্ন: মাকু গল্পের জাদুঘরের পোশাকের বর্ণনা দাও ?

উত্তর:-জাদুঘরের পরনে ছিল চকরা বোকরা মাটি অবধি ঢোলা জামা তারা হাত ছিল ঢোল ঢলে এবং জাদুঘরের মাথায় ছিল লম্বা চোঙের মতো টুপি।


🟡প্রশ্ন: সোনা ও টিয়া হোটেলে কি খেয়েছিল ?

উত্তর:-তারা হোটেলে খেয়েছিল সুরুয়া ও রুটি।


🟡প্রশ্ন: হোটেলওয়ালা কোথায় খরগোশ ধরার ফাঁদ পেতে ছিল ?

উত্তর:-হোটেলওয়ালা বনের মধ্য বাঁশ তলায় খরগোশ ধরার ফাঁদ পেতেছিল।।


🟡প্রশ্ন: সং সপ্তাহে দু-তিনবার করে পোস্ট অফিসে যেত কেন ?

উত্তর:-তারকাটা লটারি টিকিটের খবর নিতে সে সপ্তাহে দু-তিনবার করে পোস্ট অফিসে যেত।


🟡প্রশ্ন: মাকু গল্পে গাছের উপর খানকতক কি ঝুলছিল ?

উত্তর:-গাছের উপর খান কত লন্ঠন ঝুলছিল।


🟡প্রশ্ন: শুয়োর ধরার ফাঁদ পাতা গর্তে কে পড়ে গিয়েছিল ?

উত্তর:-শুয়োর ধরার ফাঁদ পাতা গর্তে পড়ে গিয়েছিল পেয়াদা।


🟡প্রশ্ন: সং এর টিকিটের আধখানা কে হারিয়ে ফেলেছিল ?

উত্তর:- সং এর টিকিটের আধখানা হারিয়ে ফেলেছিল হোটেলওয়ালা।


🟡প্রশ্ন: মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেওয়ার কথা বলেছিল কে ?

উত্তর:-মাকু কে বাঘ ধরার ফাঁদে ফেলে দেওয়ার কথা বলেছিল সোনা।


🟡প্রশ্ন:  সার্কাসে কি কি খেলা দেখানো হতো ?

উত্তর:-সার্কাসে ছিল দড়াবাজির খেলা, কুকুরদের খেলা ও জাদুর খেলা।


🟡প্রশ্ন: সোনা কোন বিষাক্ত সাপের কথা বলেছিল ?

উত্তর:-সোনা বিষাক্ত তক্ষক সাপের কথা বলেছিল।


🟡প্রশ্ন: জানোয়াররা যাতে রাতে ভালো করে খেলা দেখাতে পারে তাই তাদের কি খাওয়ানো হতো ?

উত্তর:-তাদের খাওয়ানো হতো ভিটামিনের গুলি যাতে তারা রাতে ভালো করে খেলা দেখাতে পারে।


🟡প্রশ্ন: সোনাদের পোষা কুকুরের নাম কি ছিল ?

উত্তর:-সোনাদের পোষা কুকুরের নাম ছিল নেনো।


🟡প্রশ্ন: খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করত কে ?

উত্তর:-আম্মার ছেলে রঙা।


🟡প্রশ্ন: জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে জোলাপ খাইয়ে দিয়েছিল কে ?

উত্তর:-সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে জোলাপ খাইয়ে দিয়েছিল।


🟡প্রশ্ন: সং এর লটারির টিকিট জেতার কথা কে বলেছিল ?

উত্তর:-পোস্টমাস্টার ফেলারাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)