নদনদী বিভিন্ন পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় একাধিক প্রশ্ন আসে প্রত্যেকবারই, তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ নদনদী, তাদের দৈর্ঘ্য, তাদের ডান ও বাম তীরবর্তী নদী,উপনদী, কোন নদীর তীরে কোন উল্লেখযোগ্য শহর ও জলপ্রপাত রয়েছে তারই বিস্তারিত আলোচনা নিন্মে করা হলো। এই টপিকটি ভালো করে পড়ে রাখলে যে কোন চাকরির পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের ভালো স্কোর করতে সাহায্য করবে
ভারতের গুরুত্বপূর্ণ নদনদী (বিস্তারিত তথ্য)
🔲গঙ্গা:-
গঙ্গা হল একটি আদর্শ নদী যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার, ভারতে বিস্তার 2510 কিমি।গঙ্গা নদীর উৎপত্তিস্থল হল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর নির্মিত।
উচ্চগতি- গোমুখ গুহা থেকে হরিদ্দার পর্যন্ত।
নিম্নগতি- হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত।
উল্লেখযোগ্য শাখা নদী- পদ্মা, হুগলি ও ভাগীরথী।
বাম তীরের উপনদী- গোমতী, গণ্ডকী, বুড়িগণ্ডক, মহানন্দা, ঘর্ঘরা, রামগঙ্গা, কোশী ইত্যাদি।
ডান তীরের উপনদী- অজয়, চন্দন, রূপনারায়ণ, যমুনা, দামোদর, শোন ইত্যাদি।
নদী তীরবর্তী শহর- কলকাতা, বারানসি, হায়দ্রাবাদ, পাটনা, কানপুর, এলাহাবাদ ইত্যাদি।
গঙ্গা নদীর কিছু উল্লেখযোগ্য উপনদী :-
🔘যমুনা(1376km) :-
উৎপত্তিস্থল যমুনেত্রী হিমবাহ,যমুনা নদীর উপর নির্মিত বাঁধ আসাম ব্যারেজ। যমুনা হল ভারতের দীর্ঘতম উপনদী।
যমুনা নদীর উপনদী হল - চম্বল, বেতোয়া ইত্যাদি।
আগ্রা ও মথুরা হলো যমুনা নদীর তীরবর্তী শহর।
🔘দামোদর(541km) :-
দামোদর নদীর উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমি, নদীর দৈর্ঘ্য। উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর হল দুর্গাপুর ও আসানসোল। দামোদর নদীর উপর পাঞ্চেত ড্যাম নির্মিত। দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়।
উপনদী- বরাকর ও বোকারো।
🔘রামগঙ্গা(596km)-
নদীর উৎপত্তি গাড়োয়া জেলা।
উপনদী- খো গান গান।
🔘শোন (784):-
নদীর উৎপত্তিস্থল হলো মহাকাল পর্বতের অমরকন্টক সিংহ।
উল্লেখযোগ্য উপনদী-রিহাঙ্ক।
🔘কোশী(730):-
নদীর উৎপত্তি নেপালের তিব্বত হিমালয় অঞ্চল।
উপনদী- টুমার, অরুণ।
🔘ঘরঘরা(1080km):-
নদীর উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবরের নিকট গুরু নামান্ধাতা শৃঙ্গ। যমুনা নদীর উপর নির্মিত বাঁধ ঘরঘরা ড্যাম।
উপনদী-সারদা ও সরয়ূ।
🔘গণ্ডকী:-
নদীটির ভারতে বিস্তার 425km, নদীর উৎপত্তিস্থল নেপাল ও তিব্বত সীমানা অঞ্চল।
উপনদী-কালীগণ্ড,কারী।
🔘চম্বল(1050km):-
নদীর উৎপত্তিস্থল মধ্যপ্রদেশের বিন্ধ পর্বতের নিকটস্থ অঞ্চল । নদীর তীরবর্তী একটি উল্লেখযোগ্য শহর হল কোটা। নদীর উপর নির্মিত বাঁধ হল গঙ্গাসাগর বাঁধ।
🔲ব্রহ্মপুত্র নদ(2900km):-
পৃথিবীর সর্বোচ্চ নদী হল ব্রহ্মপুত্র আবার এটি (SKY RIVER) নামে খ্যাত। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি মানস সরোবর এর কাছে ইয়াং জং হিমবাহ। ব্রহ্মপুত্র নদীর মোহনা বঙ্গোপসাগর। জলপ্রবাহ অনুসারী ব্রহ্মপুত্র হলো ভারতের বৃহত্তম নদী।
ডান তীরবর্তী নদী- মানস,তোর্সা,তিস্তা, সুবর্ণগিরি।
বাম তীরবর্তী নদী- কোপিলী, ঝুড়িডিংহ।
উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর-ডিব্রুগড়, তেজপুর, গোহাটি।
🔲সিন্ধু (2880km):-
সিন্ধু নদীর উৎপত্তি মানস সরোবর এর কাছে সিং ফাবা হিমবাহ। নদীর মোহনা আরব সাগর।
উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর- হায়দ্রাবাদ,লে।
ডান তীরবর্তী নদী- কাবুল,শোক, কররামা, গোমাল।
বাম তীরবর্তী নদী- বিতস্তা, চন্দ্রভাগা, বিপাশা, ঝিলাম, কৃষ্ণা গঙ্গা নদী, ইরাবতী, শতদ্রু ইত্যাদি।
💥উল্লেখযোগ্য পূর্ব বাহিনী উপদ্বীপীয় নদী:-
🔘কৃষ্ণা (1400km)-
কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হল পশ্চিমঘাটের মহাবালেশ্বর। এবং কৃষ্ণা নদীর উপর নির্মিত বান্ধ হল নাগার্জুন সাগর বাঁধ (অন্ধপ্রদেশ)। কৃষ্ণা নদীর মোহনা বঙ্গোপসাগর। মোদীটির উপর কি উল্লেখযোগ্য শহর হল মহীশূর, সাতারা, বিজয়ওয়াড়া ইত্যাদি
উপনদী- মুসি, তুঙ্গভদ্রা, ঘাট প্রভা, বীমা ইত্যাদি।
🔘গোদাবরী (1465km):-
গোদাবরী নদীর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর। নদী তীরবর্তী উল্লেখযোগ্য শহর হল নাসিক ও নিজাবাদ। গোদাবরী নদীকে দৈর্ঘ্যের বিচারে দক্ষিণের গঙ্গা বলা হয়।
উল্লেখযোগ্য উপনদী- ওয়েন গঙ্গা, পেঞ্চ গঙ্গা।
🔘কাবেরী (800km):-
কাবিল ওদের উৎপত্তিস্থল হল কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাভেরি।বঙ্গোপসাগরে পতিত হয়েছে । উল্লেখযোগ্য নির্মিত বাঁধ হল মেট্টুর ও ভবানী সাগর বাঁধ, উল্লেখযোগ্য জলপ্রপাত হলো শিবসমুদ্রম। এটি হলো দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী যা দক্ষিণের গঙ্গা নামে পরিচিত।
উল্লেখযোগ্য উপনদী- ভবানী, লক্ষণ তীর্থ, অমরাবতী, হেমাবতী ইত্যাদি।
🔘সুবর্ণরেখা (395km):-
সুবর্ণরেখার অদিতি উৎপত্তিস্থল হলো রাচি মালভূমি। উল্লেখযোগ্য জলপ্রপাত - হুডরু। নদী তীরবর্তী উল্লেখযোগ্য শহর হল জামশেদপুর।
উল্লেখযোগ্য উপনদী- খরকাই ও কাঞ্চি।
🔘মহানদী (851km):-
মহানদীর উৎপত্তিস্থল হল ছত্রিশগড়ের সিহাওয়া উচ্চভূমি। মহান নদীর উপর নির্মিত একটি উল্লেখযোগ্য বাঁধ হল হিরাকুদ (উড়িষ্যা)। উল্লেখযোগ্য নদীর তীরবর্তী শহর হল সম্বলপুর ও কটক।
উল্লেখযোগ্য উপনদী- টের, ইব, মান্দ ইত্যাদি।
🔘পেন্নার (597km):-
উৎপত্তিস্থল হল কর্নাটকের নন্দী দুর্গা চূড়া প্রস্রবণ। মিলিত স্থল হল বঙ্গোপসাগর। পেন্নার নদীর কোন উপনদী নেই। মোদি তীরবর্তী উল্লেখযোগ্য শহর হল নেল্লোর।
💥উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী উপদ্বীপীয় নদী:-
🔘সবরমতী (317):-
সবরমতী নদীর উৎপত্তিস্থল হলো আরাবল্লী পার্বত্য অঞ্চল। সবরমতি নদীর তীরবর্তী উল্লেখযোগ্য শহর হল আমেদাবাদ ও গান্ধীনগর।
উপনদী:- ওয়াকাল, মেশু, শেশী, , গুহী, হাথমতী, খারী,হারনভ , মাজাম, ওয়াটারক ইত্যাদি।
🔘নর্মদা(1312km):-
নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ এবং নর্মদা নদীর উপর অবস্থিত বাঁধ হল সর্দার সরোবর বাঁধ ও উকাই বাঁধ এছাড়াও ধুঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা নদীর মিলিতস্থল হল খাম্বাত উপসাগর। নর্মদা নদীর তীরবর্তী উল্লেখযোগ্য শহর হল জব্বলপুর এবং ভারুজ। নর্মদা নদীটি গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী।
উল্লেখযোগ্য উপনদী:-বর্ণা, হিরন ও শংকর।
🔘মাহী(583km):-
মাহিন নদীর উৎপত্তিস্থল হলো বিন্ধ পার্বত্য অঞ্চল এবং নদীর মিলিতস্থল হল খাম্বাত উপসাগর। মাহি নদীর তীরবর্তী একটি উল্লেখযোগ্য শহর হল ভাদোদরা।
উল্লেখযোগ্য উপনদী হলো-সোম,পানাসা ইত্যাদি।
🔘তাপ্তি (724km):-
তাপ্তি নদীর উৎপত্তিস্থল হলো মহাদেব পর্বতের মূলতাই পাহাড়। তাপ্তি নদীর উপর উকাই ড্যাম অবস্থিত এবং তাপ্তি নদীর মিলনস্থল হল খাম্বাত উপসাগর। তাপ্তি নদীর তীরবর্তী উল্লেখযোগ্য শহর হল জলগাও ও সুরাট। তাপ্তি নদীটি গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
উল্লেখযোগ্য উপনদী-অমরাবত, গাঞ্জাল এবং বেতলা।
🔘লুনি(511km):-
লুনি একটি অন্তর্বাহী নদী, লুনি নদীর উৎপত্তিস্থল আরাবল্লী পার্বত্য অঞ্চল এবং মিলিতস্থল হলো কচ্ছেরণ।
উল্লেখযোগ্য উপনদী হলো- বন্দি, জাওয়ার সুকরি।
🔘সোরামতী(128km):-
নদীটির উৎপত্তিস্থল হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। উল্লেখযোগ্য কথাগুলি জলপ্রপাত হলো যোগ,সেরেসোম্পা, মহাত্মা গান্ধী ইত্যাদি। নদীর মিলিতস্থল হল আরব সাগর।
💥💥 💥 💥গুরুত্বপূর্ণ প্রয়াগ💥💥 💥💥
প্রয়াগ মিলিত নদী
বিষ্ণু প্রয়াগ- আলোকনন্দা + ধ্বৌলীগঙ্গা
নন্দ প্রয়াগ- আলোকনন্দা + নন্দাকিনী
কর্ণ প্রয়াগ- আলোকনন্দা + পিন্ডার
রুদ্র প্রয়াগ- আলোকনন্দা + মন্দাকিনী
দেব প্রয়াগ- আলোকনন্দা + ভাগীরথী
