জীবন বিজ্ঞান (life science) এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানব চক্ষু থেকে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর-(১)চোখ সম্বন্ধে অধ্যায়ন কে কী বলে?(২) সর্বাধিক কত ডিগ্রী পর্যন্ত মানুষ চোখ দিয়ে দেখতে পাই?(৩) মানুষের চোখ কত মেগাপিক্সেলের হয় ? চাকরির পরীক্ষায় আসা এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর নিম্নে আলোচনা করা হলো। HUMAN EYE থেকে SUGGESTIVE প্রশ্ন ও উত্তর--
[মানব চক্ষু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর]
1.চোখের কোন অংশ চক্ষুদানের সময় দান করা হয় ?
উত্তর : কর্নিয়া।
2. চোখ সম্বন্ধে অধ্যয়ন কে কি বলা হয় ?
উত্তর : অপথার্মোলজি।
3.সর্বাধিক কত ডিগ্রী পর্যন্ত মানুষের চোখ দেখতে পায় ?
উত্তর :১৫০ ডিগ্রী।
4. চোখের ভিন্ন ভিন্ন রং দেখতে পাওয়া কিসের উপর নির্ভর করে?
উত্তরা: আইরিস।
5. তীব্র আলোয় বা দুপুর বেলায় চোখেরপুতুলের আকারের কিরূপ পরিবর্তন হয় ?
উত্তর :পুতুলের আকার ছোট হয়ে যায় বা সংকুচিত হয়।
6. চোখে রেটিনাই যে ইমেজ গঠন হয় তা কি রূপ ?
উত্তর: বাস্তব উল্টো ইমেজ গঠন হয়।
7. জেরোফথ্যালমিয়া রোগ হলে মানুষের চোখের কি পরিবর্তন করা যায় ?
উত্তর: চোখের জল শুকিয়ে যায়।
8. চোখের যে রোগটি বয়স্কদের বেশি দেখা যায় তার নাম কি ?
উত্তর :চালসা।
9. মানব শরীরের কোন অংশে কোন রক্ত জালিকা থাকে না ?
উত্তর : কর্নিয়া।
10. অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোশ রোড ?
উত্তর:কোশ।
11. কোন ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে ?
উত্তর: তারারন্ধ্রের মাধ্যমে।
12.কোন বস্তুকে পষ্ট ভাবে দেখার জন্য মানব চক্ষুর থেকে বস্তুর দূরত্ব কত হওয়া উচিত ?
উত্তর : ২৫ cm.
13.তির্যক দৃষ্টি রোগ বলতে কি বুঝায় ?
উত্তর: দুটি চোখ একই সময় একই দৃশ্য দেখতে না পাওয়ার ঘটনাকে বোঝোয়।
14.মানুষের চোখের জলে কোন অ্যসিড বিদ্যমান থাকে?
উত্তর: সিয়ালিক।
15.ভিট্টিয়াস হিউমারের কাজ কি ?
উত্তর: মানুষের চোখের বলের আকার প্রদান করা।
16.মানুষের চোখ কত মেগাপিক্সেলের হয়?
উত্তর:৫৭৬মেগাপিক্সেল।
17.আলুর কোন ঘটনার জন্য মানুষ তার চোখ দ্বারা কোন বস্তুকে দেখতে পায়?
উত্তর: প্রতিফলন।
18.চোখের কোরয়েড অংশে পুষ্টির যোগান দেয় কে ?
উত্তর: রেটিনা।
19.কোন প্রাণীর চোখের আকার মস্তিষ্কের থেকে বড় হয় ?
উত্তর: উটপাখি ।
20.উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি রকম হয় ?
উত্তর: পজেটিভ (+)।
21.ডায়াপটার কিসের একক ?
উত্তর:লেন্সের পাওয়ার এর একক হলো ডায়াপটার ।
22.চোখের কোন রোগ হলে উত্তল লেন্স ব্যবহার করা হয় ?
উত্তর:দীর্ঘ দৃষ্টি ত্রুটি হলে বাদ দূরের জিনিস না দেখতে পেলে ।
23.রেটিনার আগে কোন বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে তা কোন রোগকে ইঙ্গিত দেয় ?
উত্তর:নিকট দৃষ্টি রোগ।
24.চোখের অশ্রু তৈরি করা কার কাজ?
উত্তর:অ্যাকুয়াস হিউমারের কাজ ।
25.সিলিয়ারি পেশির কাজ কি ?
উত্তর:চোখের লেন্স এডজাস্টমেন্টে সাহায্য করা।
26.নিক্টোলোপিয়া কোন রোগের অপর নাম?
উত্তর:রাতকানা রোগের অপর নাম অপর নাম।
27. রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তর:ভিটামিন- এ ।
28. কুকুর ও বিড়াল স্বল্প আলোতেও ভালো দেখতে পাওয়ার কারণ কি ?
উত্তর:তোর রড কোষের সংখ্যা বেশি থাকার জন্য তারা ভালো দেখতে পায়।
29. চোখের রেটিনার কাজ কি ?
উত্তর:প্রতিবিম্ব অনুসারে দৃষ্টি সংবেদন সৃষ্টি করা।
30. একনেত্র দৃষ্টি দেখা যায় কোন প্রাণীর ?
উত্তর:গরু,ঘোড়া,ব্যাঙ প্রভৃতি প্রাণীর একনেএ দৃষ্টি রয়েছে।
