Life Science Question Answer in Bengali |জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Competitive Exam GK |জীববিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী |

Student Study
0

 সমস্ত চাকরির পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান থেকে বাছাই করা ৫০টি প্রশ্ন উত্তর-(১) মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? (২) রক্ত জমাট বাঁধতে তে কোন ভিটামিন সাহায্য করে?(৩) কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে আলোচনা করা হলো--




জীবন বিজ্ঞান(LIFE SCIENCE)

💥সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি💥


1. মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়?    

উত্তর:    টায়ালিন।


2. মিউকর কি ধরনের উদ্ভিদ? 

উত্তর : মৃতজীবী।


3. রক্তাল্পতা কোন খনিজ মৌলের অভাবে হয়? 

উত্তর : লোহা।


4. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

উত্তর :ভিটামিন ক-𝙠


5. মানবদেহের তাপ নিয়ন্ত্রণে সহায়কারি ইন্দ্রিয় হল? 

উত্তর : ত্বক।


6. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?   

উত্তর :ভিটামিন-c । 


7. জিকা(zika) ভাইরাস বিস্তার লাভ করে কার মাধ্যমে?

উত্তর : মশার মাধ্যমে। 


8. খনিজ পদার্থ ক্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? 

উত্তর :দাঁত দুর্বল হয়ে পড়ে। 


9. প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি একটি রোগের নাম? 

উত্তর :কালা জ্বর। 


10. কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? 

 উত্তর :এডিস মশা ডেঙ্গি রোগ ছড়াই। 


11. সম্প্রতি WHO  কোন রোগের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যাপকভাবে টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে?

উত্তর :ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে। 


12. কোন উপাদানটির অভাবে গাছের মুকুল সাদা হয়ে যায়? 

উত্তর :জিংক। 


13. শিশুদের রিকেট রোগের জন্য দায়ী কোন ভিটামিন?

উত্তর :ভিটামিন -C


14.  ক্লোরোকুইনাইন ঔষধ কোন রোগের প্রতিকার ব্যবহার করা হয়?

উত্তর :ম্যালেরিয়া। 


15. একটি ব্যাকটেরিয়া গঠিত রোগের উদাহরণ কী?

উত্তর :ডিপথেরিয়া। 


16. কাঁচা ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

উত্তর :ইথিলিন। 


17. মানব শরীরের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?

উত্তর :যকৃত। 


18. একটি আপৎকালীন হরমোনের উদাহরণ হল? 

উত্তর :অ্যাড্রিনালিন। 


19. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন স্বাভাবিক কত হওয়া উচিত?  

উত্তর :1.36কিলোগ্রাম। 


20. মানুষের চোখে কোন লেন্স পাওয়া যায়?

উত্তর :উত্তল লেন্স। 


21. মানুষের গমনে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? 

উত্তর :হাত ও লঘু মস্তিষ্ক। 


22. চোখ সম্বন্ধে অধ্যয়নকে কি বলা বলা হয়? 

 উত্তর :অপথার্মোলজি। 


23. কোন উপক্ষার রক্তচাপ কমাতে সাহায্য করে?

উত্তর :রক্তচাপ কমাতে সাহায্য করে রেসারপিন। 


24. মানব দেহের রোগ জীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম কি? 

উত্তর :শ্বেত রক্তকণিকা। 


25. মানব শরীরের ডিওডেনামের অবস্থান কোথায়? 

উত্তর :ক্ষুদ্রান্তের উপরিভাগে। 


26. প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের রক্তের গড় পরিমাণ কত হওয়া উচিত? 

 উত্তর :৪.৫ লিটার। 


28. শুক্রাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তর :২৩ টি। 


25. ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি ?

উত্তর :প্লুরা নামে একটি পাতলা পর্দা দ্বারা। 


26.একটি ব্যাকটেরিয়া বিধ্বংসী কারী ভাইরাসের নাম হলো ? 

উত্তর :ব্যাকটেরিওফাজ। 


27.উদ্ভিদের পাতা ও ফলের পতন রোধে সক্ষম কোন হরমোন ? 

উত্তর :অক্সিন হরমোন। 


28. মানবদেহে রক্তের PH এর মান কত? 

 উত্তর :7.5। 


29. তাপ প্রয়োগে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন  ? 

উত্তর :ভিটামিন -C


30. ভাইরাসের আবরণের নাম কি ? 

উত্তর : ক্যাপসীড। 


31. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তর :৪৬ টি। 


32. ফ্যাটে দ্রবীভূত একটি ভিটামিনের নাম হলো?

উত্তর :টোকোফেরল। 


33. পুষ্টি কি জাতীয় বিপাক ক্রিয়ার উদাহরণ? 

 উত্তর :উপচিতি। 


34. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম?

উত্তর :ইউগ্লিনা। 


35. মানবদেহে "জিন"কোথায় থাকে? 

উত্তর :ক্রোমোজোম এ। 


36. কোন গ্রন্থি থেকে মানুষে চোখের জলের উৎপত্তি হয়?

উত্তর :লেক্সিমাল গ্রন্থি থেকে। 


38. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?

 উত্তর :ভিটামিন B-12


39. কেঁচো ও জোঁকের রেচন অঙ্গের নাম কি?

উত্তর :নেফ্রোডিয়া। 


40. প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?

উত্তর :কোষ গঠগঠন, দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণে সাহায্য করা। 


41.কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম বায়োটিন ?

উত্তর :ভিটামিন -H


42. প্রোটোজোয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বৈজ্ঞানিক? 

 উত্তর :বিজ্ঞানী গোল্ডফাস। 


43. প্রজননের সাহায্য করে কোন ভিটামিন ? 

উত্তর :ভিটামিন -E


44. হাম রোগের জন্য দায়ী কোন ভাইরাস ? 

উত্তর :রুবেলা ভাইরাস। 


45. আলফা ভাইরাসের কারণে সৃষ্টি একটি রোগ? 

উত্তর :চিকেন বুনিয়া। 


46. উন্মুক্ত সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় কোন প্রাণীদেহে? 

উত্তর :আরশোলার দেহে লক্ষ্য করা যায়। 


47. ব্লাড প্রেসার মাপক যন্ত্রের নাম কি ? 

উত্তর : স্ফিগমোমিটার। 


48. একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম নাম কি ?

উত্তর :স্বর্ণলতা। 


49. একটি ন্যাস্টিক চলনের উদাহরণ দাও ?

উত্তর :গাছের কুঁড়ি থেকে ফুল ফোটা। 


50.বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? 

উত্তর : ভিটামিন B-12





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)