চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Competitive Exam Preparation In Bangla | Bengali GK Free

Student Study
0

আজকের এই প্রতিবেদনে চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে । এখানে বাছাই করার 50 টি প্রশ্ন উত্তর সহ নিম্নে আলোচনা করা হলো আশা করি সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে। এই প্রশ্নগুলি প্রতিটি পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই ভালো করে প্রশ্ন গুলি পড়ার অনুরোধ রইল।


সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান



প্রশ্ন:-  পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোলা নামে পরিচিত ?

উত্তর: বর্ধমান জেলা।

প্রশ্ন:-  বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?

উত্তর: কোশি।

প্রশ্ন:-  পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি ?

উত্তর: ৬ টি।

প্রশ্ন:-  পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় ?

উত্তর: অ্যামাজন রেনফরেস্ট।

প্রশ্ন:-  বাংলার দুঃখ কাকে বলা হয় ?

উত্তর: দামোদর নদ ‌।

প্রশ্ন:-  ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বোস।

প্রশ্ন:-  "অমিএাঘাত" নামে পরিচিত কে ?

উত্তর: বিন্দুসার।

প্রশ্ন:- ভারতের তোতাপাখি কাকে বলা হয় ? 

উত্তর: আমির খসরু।

প্রশ্ন:-  কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ?

উত্তর: খান আব্দুল গাফফার খান।

প্রশ্ন:-  রাজতরঙ্গিনী কার লেখা ?

উত্তর: কলহন।

প্রশ্ন:-  কথাশিল্পী নামে কে পরিচিত ?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 

প্রশ্ন:-  "ব্যাঙাচি" কার ছদ্মনাম ?

উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন:-  এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স।

প্রশ্ন:-  বাংলায় কৌলিন্য প্রথা কে প্রচলন করেন ?

উত্তর: বল্লাল সেন।

প্রশ্ন:-  ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি ?

উত্তর: কিষান কন্যা।

প্রশ্ন:-  শহীদ মিনারের উচ্চতা কত ?

উত্তর: ১৬৫ ফুট উচ্চতা বিশিষ্ট।

প্রশ্ন:-  ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?

উত্তর: গোয়া।

প্রশ্ন:-  ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর: লড ক্যানিং।

প্রশ্ন:-  পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি?

উত্তর: শুক্র।

প্রশ্ন:- ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?

উত্তর: হিরাকুদ বাঁধ।

প্রশ্ন:-  ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?

উত্তর: কাঞ্চনজঙ্ঘা।

প্রশ্ন:-  ভারতের উচ্চতম বাঁধের নাম কি ?

উত্তর: তেহরি।

প্রশ্ন:-  বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম ?

উত্তর: গ্রীনল্যান্ড।

প্রশ্ন:-  কোন শহর কমলালেবুর শহর নামে পরিচিত ?

উত্তর: নাগপুর।

প্রশ্ন:-  সর্বাধিক জাতীয় উদ্যানের সংখ্যা কোন রাজ্যে ?

উত্তর: মধ্যপ্রদেশ।

প্রশ্ন:-  মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: বাবর।

প্রশ্ন:-  মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি ?

উত্তর: যকৃত।

প্রশ্ন:-  ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে ?

উত্তর: ৪৪৮ টি।

প্রশ্ন:-  অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

উত্তর: গণিত।

প্রশ্ন:-  সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সিমুক।

প্রশ্ন:-  রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স সীমা কত হওয়া দরকার ?

উত্তর: ৩৫ বছর।

প্রশ্ন:-  পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: গোপাল।

প্রশ্ন:-  সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি ?

উত্তর: বৃহস্পতি।

প্রশ্ন:-  স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর: জহরলাল নেহেরু।

প্রশ্ন:-  দীন-ই-ইলাহি প্রবর্তন করেন ?

উত্তর: সম্রাট আকবর।

প্রশ্ন:-  ভারতের সর্বোচ্চ আদালত কোনটি ?

উত্তর: সুপ্রিম কোর্ট।

প্রশ্ন:- সবচেয়ে হালকা গ্যাসের নাম কী ? 

উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন:-  মুসলিম লীগ গঠিত হয় কত সালে ?

উত্তর: ১৯০৬ ।

প্রশ্ন:-  বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর: ওয়াশিংটন ডি.সি।

প্রশ্ন:-  শব্দের তীব্রতা মাপার এককের নাম কি ?

উত্তর: ডেসিবেল।

প্রশ্ন:- কোন দেশকে উৎসবের দেশ বলা হয়?

উত্তর- ভারত ।

 প্রশ্ন:- "ক্লে রাজা" নামে পরিচিত টেনিস খেলোয়াড় এর নাম কী? 

উত্তর- রাফায়েল নাদাল।

প্রশ্ন:- লিমনোলজি কী? 

উত্তর- হ্রদ অধ্যয়ন ।

প্রশ্ন:- আপেলে কি অ্যাসিড থাকে? 

উত্তর- ম্যালিক অ্যাসিড। 

প্রশ্ন:- কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? 

উত্তর- মঙ্গল।

প্রশ্ন:- হাওয়া মহল কোন শহরে অবস্থিত? 

উত্তর- জয়পুর। 

প্রশ্ন:- পলাশীর যুদ্ধ কবে হয়েছিলো? 

উত্তর-1757 সালে 23 জুন ।

প্রশ্ন:- টাইটানিক জাহাজ কবে ডুবেছিলো?

উত্তর-1912 সালে।

প্রশ্ন:- জলের রাসায়নিক সংকেত কী? 

উত্তর-H2O

প্রশ্ন:- জাপানের মুদ্রার নাম কী? 

উত্তর- জাপানি ইয়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)