পরিবেশ রক্ষায় বনসজনের ভূমিকা রচনা | দশম শ্রেণীর রচনা 2025 | বাংলা প্রবন্ধ রচনা

Student Study
0

এই প্রতিবেদনে আলোচিত হয়েছে, দশম শ্রেণীর ছাত্রছাত্রী জন্য প্রবন্ধ রচনা, সহজ সরল ভাষায় ও সমস্ত ছাত্র ছাত্রী জন্য বোধগম্য । ক্লাস টেন বাংলার গুরুত্বপূর্ণ রচনা, যা পরীক্ষাই ভালো ফল ফলাফল করতে সাহায্য করবে ।

দশম শ্রেণীর পাঠ্য অবলম্বনে প্রবন্ধ রচনা



পরিবেশ রক্ষায় বনসৃজন এর ভূমিকা

আমাদের চারপাশে যে জগৎ-জল, বাতাস, মাটি, গাছপালা ইত্যাদি সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। আর এই পরিবেশ সুরক্ষায় বনসৃজনের ভূমিকা অপরিসীম। পরিবেশ রক্ষায় বনসৃজন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমরা নিয়ে আলোচনা করব। 


ভূমিকা:-

সৃষ্টির সেই আদি লগ্ন থেকে আজও মানুষ সবুজ শ্যামল অরণ্যের উপরই নির্ভরশীল। অরণ্যই সমস্ত জীব তথা মানব কে মাতৃস্নেহে আগলে রেখেছে তথা দিয়েছে খাদ্য, আহার, বস্ত্র,ও আশ্রয়। তাই একথা বলা চলে পরিবেশই হলো আমাদের প্রানের ধারক ও জীবশক্তির আধার। আর এই পরিবেশ রক্ষায় বনসৃজন এর ভূমিকা সত্যিই অপরিসীম। কিন্তু মানুষ আজ নির্বিচারে অরণ্য নিধনের কারণে মানুষের ভবিষ্যৎ ধীরে ধীরে চলে যাচ্ছে ধ্বংসের কিনারে। তাই মানুষ নিজেদের রক্ষার স্বার্থে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য একমাত্র কর্ম বনসৃজন রক্ষা তথা সবুজের বৃদ্ধিতে অগ্রসর হওয়া। 


পরিবেশ রক্ষায় অরণ্য  তথা সবুজের গুরুত্ব :

অরণ্যে উপস্থিত সকল প্রকার উদ্ভিদের কিছু প্রাকৃতিক ,অর্থনৈতিক দিকের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন অরণ্য সন্নিহিত অঞ্চল গুলিতে বায়ু দূষণের প্রভাব কম লক্ষ্য করা যায়। এরই সাথে ভূমিক্ষয় রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অরণ্য। পরিবেশ রক্ষায় অরণ্যের আরো কতগুলি দিক যেমন- বৃষ্টিপাত নিয়ন্ত্রণ বা গুরু ভূগর্ভস্থ জলের ভান্ডারকে সঞ্চয়ে ভূমিকা পালন, ভূমিক্ষয় রোধ ,পরিবেশের খাদ্যশৃংখল ও জীবনচক্র কে সজীব রাখতে সাহায্য করা, এছাড়াও বিভিন্ন কাঠের উপর নির্ভরশীল শিল্পের কাঁচামাল আমরা বন থেকেই পেয়ে থাকি।

এছাড়াও বৃক্ষয় আমাদের কল কারখানা ও বিভিন্ন যানবাহন থেকে নির্গত দূষিত বিষাক্ত গ্যাস শোষণ করে পৃথিবীর পরিবেশকে দূষণমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

বিভিন্ন বৃক্ষের বিভিন্ন ঔষধি গুন সেক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যা মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


বনসৃজন ধ্বংসের উল্লেখযোগ্য কারণসমূহ: 

অরণ্য ধ্বংসের পিছনে বহুবিধ কারণ বিদ্যমান যেমন-

(১)বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও তারই সাথে বিভিন্ন কলকারখানার বিস্তার অরণ্যের ধ্বংসের অন্যতম কারণ। 

(২) মানুষ কর্তৃক কোন বিস্ফোরণ বা প্রাকৃতিকভাবে সৃষ্টি দাবানল অরণ্য ধ্বংসের একটি উল্লেখযোগ্য কারণ।

(৩) ক্রমবর্ধমান জনবিস্ফোরণের ফলে নগরায়ন ও শিল্পাঞ্চলে উন্নতির ফলে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিপুল পরিমাণ কাঠ যা জ্বালানির কাজে ব্যবহার হয় বা কলকারখানায় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় বাড়ির আসবাবপত্র তৈরিতে দীর্ঘদিন বৃক্ষ ছেদনের যে প্রবণতা অরণ্য ধ্বংসের একটি অন্যতম কারণ।

(৪) বাণিজ্যিক পশুচরণের ফলেও তৃণভূমি হ্রাস পাচ্ছে।

(৫) অরণ্যকে ধ্বংস করে বিভিন্ন খনিজ সম্পদ বা ভূগর্ভস্থ দ্রব্য উত্তোলন।

অরণ্য ধ্বংসের কিছু ক্ষতিকর দিক: 

অরণ্য ধ্বংসের কিছু উল্লেখযোগ্য ক্ষতিকর দিক গুলি হল-

(১) অন্য ধ্বংসের ফলে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া এরই সাথে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। 

(২) অরণ্য ধ্বংসের ফলে সৃষ্টি হয় ভূমিক্ষয় একটি অন্যতম ক্ষতিকর দিক। 

(৩) অরণ্য ধ্বংসের কারণে বৈচিত্রময় কিছু উদ্ভিদ ও প্রাণীর  চিরতরে বিলুপ্তি একটি ক্ষতিকর দিক।

(৪) বনসৃজন ধ্বংসের কারণে সৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি বন্যা করা ইত্যাদি বিভিন্ন বিপর্যয়ের। 

(৫) আর অত্যাধিক বাণিজ্যিক পশুচরণের ফলে বাস্তুতন্ত্রের বিয়াই প্রভাব পড়ছে। 


বনসৃজন রক্ষায় আমাদের করণীয় ভূমিকা: 

বনসৃজন রক্ষা আমাদের জীবনযাপনকে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একমাত্র পথ তাই আমাদের জনবিস্ফোরণ রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন এবং জ্বালানি, আসবাবপত্র,শিল্পাঞ্চল প্রভৃতিতে অরণ্য নির্ভরতা কমানো একান্ত দরকার। বোন ও বন্য পানি নির্ভর গোষ্ঠীর জন্য বিকল্প আয়ের পন্থা অবলম্বন করা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য রাখতে হবে দাবানোর নিয়ন্ত্রণে ও বনসৃজনের সার্বিক সচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করতে হবে। বন সংরক্ষণ আইন প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলে বন সংরক্ষণ ও বনসৃজন রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।


উপসংহার:

 আজ পৃথিবীতে মানুষ কলকারখানা দূষিত বাতাস সবুজহীন পরিবেশে হাঁপিয়ে উঠেছে ,অরণ্যের স্নেহ শীতল মায়ের ফিরে যাওয়ার আকুল আরতি তাই আমাদের সকলের একটাই পন হওয়া উচিত 

"বৃক্ষ ছেদন বা অরণ্য ধ্বংস নয় বৃক্ষরোপণ ও অরণ্যবর্ধনই হোক আমাদের পণ"


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)