HEAT AND TEMPERATURE অধ্যায়টি আপনাদের কাছে ছোট আকারে তুলে ধরা হলো এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিন্মে আলোচনা করা হলো এরই সাথে কিছু গুরুত্বপূর্ণ জায়গার বিস্তারিত বর্ণনা দেয়া হলো এই অধ্যায়টি থেকে সমস্ত চাকরির পরীক্ষায় কোন না কোন প্রশ্ন আসার সম্ভাবনা থাকেই তাই এই অধ্যায়টি ভালোভাবে পড়ে গেলে এক থেকে দুই নাম্বার আশা করাই যায়।
HEAT & TEMPARATURE
তাপ এবং তাপমাত্রা
🟥 তাপ হলো শক্তির একটি বিশেষ রূপ যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় ও বর্জন করলে বস্তু শীতল হয় তাকেই তাপ বলেন।
🟥 তাপ প্রধানত তিন প্রকারের হয়
(১) বোধগম্যত তাপ (২) বিকীর্ণ তাপ (৩)লীন তাপ
🟡(১)বোধগম্যত তাপ(sensible heat) :-
তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ অপসারণ করলে উষ্ণতা কমে তাকেই বলে বোধগম্য তাপ।
🟡 (২)বিকীর্ণ তাপ (radiant heat):-
যে তাপ প্রবাহিত হওয়ার সময় কোন মাধ্যমকে উত্তপ্ত করে না, কোন উৎস থেকে বিকীর্ণ পদ্ধতিতে ছড়িয়ে পড়া তাপ তাই হল বিকীর্ণত তাপ।
🟡(৩) লীন তাপ (Latent heat):-
বস্তুর উষ্ণতাকে স্থির রেখে কেবল অবস্থার পরিবর্তন ঘটায় অর্থাৎ যে তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতার কোন পরিবর্তন ঘটে না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকেই বলা হয় লীন তাপ।
🟥 ONE LINER QUESTION AND ANSWER
🟡 তাপমাত্রা মাপা হয় ➖ থার্মোমিটারের সাহায্য।
🟡 সি.জি.এস(C.G.S)পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি।
🟡 এস.আই(S.I) পদ্ধতিতে তাপের একক হল জুল।
🟡 তাপ মাপা হয় ➖ ক্যালোরিমিটারের সাহায্য।
🟡 যে থার্মোমিটারে পারদকে উষ্ণতা নির্দেশক তরল হিসেবে ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলা হয়।
🟡 পারদ/অ্যালকোহল থার্মোমিটারে উষ্ণতার পরিবর্তনে তরল পদার্থের আয়তন পরিবর্তন হয়।
🟡 প্লাটিনাম রোধ থার্মোমিটার➖ ২০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২০০ ডিগ্রি সেলসিয়াস।
🟡 পারদ থার্মোমিটারে পারদের স্ফুটনাঙ্ক ৩৫৭° সেলসিয়াস এবং হিমনাঙ্গ ৩৯° সেলসিয়াস।
🟡 অ্যালকোহল থার্মোমিটারে ফুটনাঙ্ক ৩৫০ ডিগ্রি সেলসিয়াস এবং হিমনাঙ্গ ১১৫ ডিগ্রি সেলসিয়াস।
🟡 গ্যাস থার্মোমিটারে H2-৫০০ ডিগ্রি সেলসিয়াস N2-১৫০০ ডিগ্রি সেলসিয়াস।
🟡 পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক অন্যান্য তরলে তুলনায় বেশি।
🟥তাপ সঞ্চালন পদ্ধতি-----
তাপের স্থানান্তরকে তাপ সঞ্চালন বলা হয়।
তাপ সাধারণত পরিবহন ,পরিচলন এবং বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়---
🟡 পরিবহন পদ্ধতি--
পদার্থের অনুর সঞ্চালনা না ঘটিয়ে উষ্ণতর স্থান থেকে শীতল স্তর স্থানে তাপের সঞ্চালন।
💥 এই পদ্ধতিতে মাধ্যমের অনুগুলির কোন স্মরণ হয় না।
💥 কিন্তু অনুগুলির কম্পনের জন্য তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়।
💥 কঠিন পদার্থে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়।
🟡 পরিচলন পদ্ধতি----
পদার্থের অনুর সঞ্চালনের মাধ্যমে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের সঞ্চালনই হল পরিচালন।
💥 তরল এবং গ্যাসীয় পদার্থের মাধ্যমের অনু গুলি নিজেরাই একস্থান থেকে অন্য স্থানে তা বহন করে।
🟡 বিকিরণ পদ্ধতি---
তাপ পরিবহনের জন্য মাধ্যমের কোন প্রয়োজন হয় না শূন্যস্থানে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়।
💥 এটি হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
💥 উত্তপ্ত বস্তু থেকে নির্গত হয়ে সরলরেখা বরাবর গমন করে।
💥 বস্তুর পৃষ্ঠতলের প্রকৃতি ও ক্ষেত্রফলের উপর নির্ভরশীল।
🟥 উষ্ণতা পরিমাপক স্কেল সাধারণত চার ধরনের
🟡(১) সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল---
সুইডিস বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস এই স্কেলটি আবিষ্কার করেন এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ০ ডিগ্রী সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস।
💥মধ্যবর্তী অংশকে ১০০ ভাগে ভাগ করা হয়েছে।
🟡(২) ফারেনহাইট স্কেল---
ডাক্তারি থার্মোমিটারে এস্কেল ব্যবহার করা হয় এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট উর্ধ্ব স্থিরাঙ্ক হল 212 ডিগ্রি ফারেনহাইট।
💥 ফারেনহাইট স্কেলের মধ্যবর্তী অংশকে 180 ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ সেলসিয়া স্কেল ১০০ভাগ =ফারেনহাইট স্কেলের ১৮০ ভাগ।
🟡 রোমার বা রয়মার স্কেল---
এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হল -০°R ঊর্ধ্ব স্থিরাঙ্ক ৮০°R
💥৮০ ভাগে বিভক্ত
🟡 পরম স্কেল বা কেলভিন স্কেল---
-২৭৩ ডিগ্রী সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্যতা কে নিম্ন আর ৩৭৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কেলভিন স্কেলের কোন উষ্ণতা সেলসিয়া স্কেলে পাঠের চেয়ে ২৭৩ বেশি হয়।
🟥ONE LINER QUESTION AND ANSWER
💥 সর্বাধিক বেশি টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয় পাইরোমিটার।
💥 সর্বাধিক নিম্ন টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয় ক্রায়োজেনিক।
💥 কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্ধিত তাপ পরিমাপ করা হয় ক্যালরিমিটার যন্ত্রে।
💥 তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্য।
💥 জলের আপেক্ষিক তাপ হল সর্বাধিক।
💥 পদার্থের গলনাঙ্ক চাপের উপর নির্ভর করে।
💥 সেলসিয়াস খেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 36.9 ডিগ্রি সেলসিয়াস।
💥 এক ক্যালরি সমান 4.2 জুল।
💥 মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রী ফারেনহাইট।
💥 বিকিরণ পদ্ধতির মাধ্যমে সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়।
