নিম্নে সপ্তম শ্রেণীর গাধার কান গল্পের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হলো যা সপ্তম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের গল্পটি সম্পর্কে বিভিন্ন তথ্য ও গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে পাঠদানে সাহায্য করবে।এ গাধার কান গল্পটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে আলোচনা করা হলো।
গাধার কান (সপ্তম শ্রেণী)
গল্পের লেখক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (জন্ম ১৮৯৯)
🟡প্রশ্ন: গাধার কান গল্পের লেখক কে ?
উত্তর:-গাধার কান গল্পের লেখক হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
🟡প্রশ্ন: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম বল ?
উত্তর:-শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি ঐতিহাসিক উপন্যাস হলো "গৌড় মল্লার"এবং" তুঙ্গভদ্রার তীরে"।
🟡প্রশ্ন: গাধার কান গল্পের মূল বিষয়টি কিসের উপর কেন্দ্র করে বর্ণিত হয়েছে ?
উত্তর:- গাধার কান গল্পটি টাউন স্কুল এবং মিশন স্কুল এর মধ্যে একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে।
🟡প্রশ্ন: গল্পে কোন দুটি স্কুলের ছেলেদের চিরকালের রেষারেষির কথা উল্লেখ রয়েছে ?
উত্তর:-গাধার কান গল্পে টাউন স্কুল এবং মিশন স্কুল এর ছেলেদের চিরকালের রেষারেষির কথা বলা হয়েছে।
🟡প্রশ্ন: গাধার কান গল্পে শহরে কি কারনে শহরে সাড়া পড়ে গিয়েছিল ?
উত্তর:-মিশন স্কুল এবং টাউন স্কুলের মধ্য ফুটবল ম্যাচের কথা শুনে শহরে সারা পেড়ে গিয়েছিল।
🟡প্রশ্ন: গাধার কান মলার ঘটনার প্রতিবাদ জানিয়েছিল কে ?
উত্তর:-গাধার কান মোলার ঘটনার প্রতিবাদ জানিয়েছিল টুনু।
🟡প্রশ্ন: খেলার মাঠ থেকে কিছু দূরে বট গাছের তলায় কারা তৈরি হচ্ছিল ?
উত্তর:-খেলার মাঠ থেকে কিছুদূরে বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হয়েছিল খেলার জন্য।
🟡প্রশ্ন: মিশন স্কুলের উৎসাহ দশ গুণ বেড়ে গিয়েছিল কেন ?
উত্তর:-কারণ মিশন স্কুল একটা গোল করেছিল তাই তাদের উৎসাহ দশ গুণ বেড়ে গিয়েছিল।
🟡প্রশ্ন: ফুটবল ম্যাচে টাউন স্কুলের ক্যাপ্টেন এর নাম কি ছিল ?
উত্তর:-ফুটবল ম্যাচে টাউন স্কুলের ক্যাপ্টেন এর নাম ছিল সমরেশ ।
🟡প্রশ্ন: মাঠের দু'ধারে কাতার দিয়ে দাঁড়িয়ে-এখানে কাদের দাড়ানোর কথা বলা হয়েছে ?
উত্তর:-ফুটবল ম্যাচ চলাকালীন দুই স্কুলের ছেলেদের মাঠের দু'ধারে কাতার দিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
🟡প্রশ্ন: মিশন স্কুলের ছেলেরা কেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিল ?
উত্তর:-মিশন স্কুলের ছেলেরা টুনুর খেলা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিল কারণ টুলু ছোট শরীর নিয়ে তীরের মত ছুটতে থাকে , পাঁচ জন তাকে আটকাতে গেলে সে পাঁকাল মাছের মত পিছলে বেরিয়ে যাচ্ছিল তাকে কেউ আঁটকতে পারছিল না টুনুর এহেন কেরামতি দেখে মিশন স্কুলের ছেলেরা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল।
🟡প্রশ্ন:আজ........ আমাদের হিরো এখানে হিরো বলতে কার কথা বলা হয়েছে ?
উত্তর:-এখানে হিরো বলতে টুনুর কথা বলা হয়েছে।
🟡প্রশ্ন: গোল খেয়ে যারা দমে যায় তাদের সম্পর্কে লেখক এর বক্তব্য কি?
উত্তর:-লেখক এর মতে গোল খেয়ে যারা দমে যায়, তারা আর জিততে পারে না আর গল্প অবলম্বনে ঘটনাচক্রে ঘটেওছে তাই।
🟡প্রশ্ন: মিশন স্কুল দমে গেল মিশন স্কুলের দমে যাওয়ার কারণ কি ?
উত্তর:-মিশন স্কুলের দমে যাওয়ার কারণ হলো দ্বিতীয় গোল।
🟡প্রশ্ন: টাউন স্কুলের টুনু কটি গোল করেছিল এবং তাদের বিরুদ্ধে ?
উত্তর:-টুনু তিনটি গোল করেছিল মিশন স্কুলের বিরুদ্ধে।
🟡প্রশ্ন: দিব্যেন্দু বাবু খেলায় কিসের ভূমিকা পালন করেছিল ?
উত্তর:-দিব্যেন্দু বাবু ছিলেন ফাইনাল ম্যাচের রেফারি।
🟡প্রশ্ন: গীরিন এর কথায় আগের বছর কাপ জেতার কারণ কি ছিল ?
উত্তর:-গীরিন কথায় গাধার কান বলার জন্যই নাকি তারা আগের বছর কাপ জিতেছিল।
🟡প্রশ্ন: টুনুর খেলার পজিশন কি ছিল ?
উত্তর:-রাইট- ইন পজিশনে খেলত টুনু।
🟡প্রশ্ন: তারা বুট পরে খেলে তাদের গায়ের জোরও খুব বেশি এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে ?
উত্তর:-এখানে তারা বলতে মিশন স্কুলের ছেলেদের কথা বলা হয়েছে।
🟡প্রশ্ন: টাউন স্কুলের হয়ে ব্যাক পজিশনে খেলত কে ?
উত্তর:-গীরিন টাউন স্কুলের হয়ে ব্যাক পজিশনে খেলত।
🟡প্রশ্ন: খেলার আগে সমরেশ কার কান মূলে দিয়েছিল ?
উত্তর:-খেলার আগে সমরেশ টুনুর কান মোলে দিয়েছিল।
🟡প্রশ্ন: সমরেশের ভাবনায় টুনুর কানমলা কিসের সাথে মিলে গিয়েছিল ?
উত্তর:-সমরেশ এর ভাবনায় টুনুর কানমোলা গাধার কানমোলার ফলের সাথে মিলে গিয়েছিল অতএব তারা জিতে গিয়েছিল।
🟡প্রশ্ন: টাউন স্কুলের হয়ে হাফ ব্যাক পজিশনে খেলতো কে ?
উত্তর:-সমরেশ টাউন স্কুলের হয়ে হাফ ব্যাক পজিশনে খেলত।
🟡প্রশ্ন: গাধার কাঙ্গল্পে ফাইনাল ম্যাচের চূড়ান্ত ফলাফল কি হয়েছিল ?
উত্তর:-ফাইনাল ম্যাচে টাউন স্কুল মিশন স্কুল কে চার এক গোলে হারিয়েছিল।
🟡প্রশ্ন: খেলার মাঠে টুনুকে কে ক্রমাগত উৎসাহ জুগিয়ে যেত ?
উত্তর:-গিরিন খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহযোগিয়ে যেত।
🟡প্রশ্ন: গাধার কান মলার ঘটনার প্রতিবাদ জানিয়েছিল কে ?
উত্তর:-গাধার কান মলার ঘটনার প্রতিবাদ জানিয়েছিল টুনু।
🟡 প্রশ্ন: হিঃ হিঃ তুক করা হলো না উক্তিটির বক্তা কে ?
উত্তর:-উপরিক্ত উক্তিটির বক্তা হল টুনু।
🟡 প্রশ্ন: কে শহরে গাধার কান মলতে গিয়েছিল ?
উত্তর:-শহরে গাধার কান মলতে গিয়েছিল সমরেশ দা।
🟡 প্রশ্ন: টাউন স্কুলের ফুটবল টিমের হাফ ব্যাক পজিশনে কে খেলতো ?
উত্তর:-টাউন স্কুলের ফুটবল টিমের হাফ ব্যাক পজিশনে খেলতো সমরেশদা।
🟡 প্রশ্ন: সমরেশ গাঁধা খুঁজতে ঠিক কোথায় কোথায় গিয়েছিল ?
উত্তর:-সমরেশ শহরে এমনকি মাঠে-ঘাটে, ধোপার বাড়িতে গাধা খুঁজতে গিয়েছিল।
🟡 প্রশ্ন: গাধার কান গল্পের ফাইনাল ম্যাচের রেফারি দিব্যেন্দু বাবু কোন দলের প্রতি সহানুভূতিশীল ছিলেন ?
উত্তর:-রেফারি দিব্যেন্দু বাবু মিশন স্কুলের প্রতি সহানুভূতিশীল ছিলেন।
🟡 প্রশ্ন: দিব্যেন্দু বাবু যে মিশন স্কুলের প্রতি সহানুভূতিশীল ছিলেন গল্প অম্বলম্বনে এক লাইনে তার উত্তর দাও?
উত্তর:-দিব্যেন্দু বাবু নিরপেক্ষ রেফারি ছিলেন না তাই খেলা চলাকালীন মিশন স্কুলের একজন খেলোয়াড় টুনুর পায়ে বুটসুদ্ধ লাথি মারলে দিব্যেন্দু বাবু পেনাল্টি দেয়ার পরিবর্তে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দেন।
🟡 প্রশ্ন: খেলার মাঠে গিরীন কিভাবে টুনুকে ক্রমাগত উৎসাহ প্রদান করত দু-এক কথায় লিখ ?
উত্তর:-খেলার মাঠে গিরিন টুলুকে ক্রমাগত বলতে থাকে যে টুনুকে পারতেই হবে একমাত্র সেই পারবে এমনকি সে মাঝে মাঝে নিজের চোর দেখিয়ে টুনুর চটের কথা ভুলিয়ে দিয়েছিল এইভাবে ক্রমাগত গিরীন তনুকে খেলার মাঠে উৎসাহ যুগিয়ে ছিল।
